Closest Pair Problem

কম্পিউটেশনাল জিওমেট্রিতে Closest Pair Problem খুবই পরিচিত একটি প্রবলেম । প্রবলেমটি এরকম - অনেকগুলো পয়েন্ট দেয়া থাকবে, বের করতে হবে এদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী দুইটি পয়েন্ট (এক জোড়া পয়েন্ট)। তার মানে এদের দূরত্ব অন্য যেকোনো দুইটি পয়েন্টের দূরত্ব থেকে কম হতে হবে । উল্লেখ্য এখানে দূরত্ব বলতে ইউক্লিডিয়ান (Euclidean distance) দূরত্ব বুঝাচ্ছে । যেমন দুইটি পয়েন্ট (x1, y1) এবং (x2, y2) এর ইউক্লিডিয়ান দূরত্ব হবে –

আচ্ছা, নিকটবর্তী দুইটি পয়েন্ট বের করার সবচেয়ে সাধাসিধে সমাধান প্রথমেই যা মাথায় আসে তা হল প্রত্যেকটি পয়েন্টের সাথে প্রত্যেকটি পয়েন্টের দূরত্ব বের করে সিদ্ধান্ত নেয়া । এভাবে বের করতে হলে সম্ভাব্য কতগুলো পয়েন্টের জোড়া হতে পারে ? যদি N সংখ্যক পয়েন্ট থাকে তাহলে N*(N-1)/2 সংখ্যক জোড়ার দূরত্ব দেখতে হবে যা অনেক সময়ের ব্যাপার । তাই না ?

কিন্তু এটা বের করার আরও ভালো উপায় আছে যা সহজে মাথায় আসে না । আচ্ছা বলে দিচ্ছি ডিভাইড অ্যান্ড কঙ্কয়ার টেকনিক ব্যাবহার করতে হবে । আরও বলে দিচ্ছি সর্ট করতে হবে । কিন্তু তাতেও হয়তো প্রবলেমটা শলভ করা যাচ্ছে না । তাই না ? যাহোক এখন আমরা দেখব একটি এলগরিদম যা ডিভাইড অ্যান্ড কঙ্কয়ার টেকনিক দিয়ে সাজানো এবং রান টাইম হল O(n lg2n) ।

প্রথমেই এলগরিদমের গভীরে না যেয়ে শুধুমাত্র এলগরিদমের ধাপগুলো তুলে ধরি যেন বুঝতে সুবিধা হয় । এলগরিদম এর বর্ণনার পাশাপাশি আমরা গ্রিডে পয়েন্টগুলোও দেখবো যেন বুঝতে আরও সুবিধা হয় । ধরে নেই, নিচের পয়েন্টগুলো থেকে আমাদের একজোড়া পয়েন্ট বের করতে হবে যেন তাদের দূরত্ব সবচেয়ে কম হয় । পয়েন্টগুলো একবার দেখে নাও ।

কি মনে হচ্ছে B ও G এর দূরত্বই কি সবচেয়ে কম ?

১। প্রথমেই পয়েন্টগুলো কে এদের এক্স-স্থানাঙ্কের সাপেক্ষে সর্ট করতে হবে ।

ধরে নাও পয়েন্টগুলো এক্স-স্থানাঙ্কের সাপেক্ষে সর্ট করার পর এরকম হল

২। ডিভাইড স্টেপ... এবার সর্টেড পয়েন্টগুলোকে সমান দুইভাগ করতে হবে । যেহেতু পয়েন্টগুলো এক্স-স্থানাঙ্কের সাপেক্ষে সর্টেড স্বাভাবিকভাবেই প্রথমভাগে থাকবে বামদিকের পয়েন্টগুলো এবং দ্বিতীয়ভাগে থাকবে ডান দিকের পয়েন্টগুলো । অন্যভাবে বলা যায় একটি উলম্ব লাইন কল্পনা করতে হবে যেন সেটা পয়েন্টগুলোকে সমান দুভাগে ভাগ করে । এক ভাগের পয়েন্টগুলো লাইনের বামদিকে অথবা লাইনের উপরে থাকবে, অন্য ভাগের পয়েন্টগুলো লাইনের ডান দিকে অথবা লাইনের উপরে থাকবে । যদি P হয় পয়েন্টগুলোর সেট তাহলে PL এবং PR এই দুই সেটে পয়েন্তগুলোকে ভাগ করতে হবে । PL এ থাকবে floor(|P| / 2) সংখ্যক পয়েন্ট এবং PR এ থাকবে ceiling(|P| / 2) সংখ্যক পয়েন্ট । উপরের পয়েন্টগুলোকে ভাগ করতে হবে এভাবে -

৩। ডিভাইড অ্যান্ড কঙ্কয়ার এর মূলকথা কি ? ডিভাইড করো এবং প্রতিটি ভাগ আলেদা ভাবে শলভ করো, শেষে দুইটা ভাগের শলভ একসাথে করে সবটা ভাগ শলভ করো । এখানেও বাম ও ডান ভাগের পয়েন্টগুলোকে রিকার্সিভ ভাবে শলভ করতে হবে । নিশ্চয়ই জানো ডিভাইড অ্যান্ড কঙ্কয়ার টেকনিকের এই অংশটিকে বলে কঙ্কয়ার । ধরে নেই ডিভাইড লাইনের দুই পাশের পয়েন্টগুলো শলভ করে সর্বনিম্ন দূরত্ব পেলাম d ।

৪। নিশ্চয়ই মাথায় প্রশ্ন জেগে গেছে, যদি নিকটবর্তী দূরত্বের যে জোড় হবে তার একটি যদি ডিভাইড লাইনের বাম দিকে এবং অন্যটি যদি ডান দিকে থাকে তাহলে ? হ্যাঁ এরকম তো হতেই পারে । আর এজন্যই এই এলগরিদমের কম্বাইন অংশটি একটু কঠিন (ভালই কঠিন মনে হয়েছিল যখন প্রথমবারের মত শিখি :P) । এই অংশটুকুর উপর এলগরিদমের রান টাইম নির্ভর করে । এই অংশে আমাদের দেখতে হবে বর্তমান সর্বনিম্ন দূরত্ব d এর থেকে কম দূরত্বের কোনও পয়েন্ট জোড়া আছে কিনা যার একটি ডিভাইড লাইনের বাম দিকে অন্যটি ডান দিকে ? আপাতত ধরে নেই এই অংশটুকু আমরা করে ফেলিছি এবং d এর থেকে ছোট দূরত্ব পেলাম dprime । তাহলে dprime ই হবে আমাদের সর্বনিম্ন দূরত্ব । যদি dprime না পেতাম তাহলে d হত সর্বনিম্ন দূরত্ব ।

এবার এলগরিদমের সবচেয়ে মজার চার নম্বর অংশটুকু (কম্বাইন স্টেপ) ভাল করে ব্যাখ্যা করার চেষ্টা করি । নিচের পয়েন্টগুলো থেকে আমাদের নিকটবর্তী পয়েন্টজোড় বের করতে হবে ।

কোড করে টেস্ট করার জন্য পয়েন্টগুলোর স্থানাংক দিয়ে দিচ্ছি ।

1. A = (3, 1)
2. B = (2, 5)
3. C = (0, 2)
4. D = (0, 9)
5. E = (5, 7)
6. F = (7, 4)
7. G = (4, 4)
8. H = (7, 1)

এক্স-স্থানাঙ্কের সাপেক্ষে সর্ট করার পর হবে নিচের মত –

প্রথমবার পয়েন্টগুলোকে দুভাগ করতে হবে এভাবে –

তাহলে বামদিকের ভাগে পড়লো {A, B, C, D} এবং ডানদিকের ভাগে পড়লো {E, F, G, H}

বামদিকের ভাগের পয়েন্টগুলো সর্বনিম্ন দূরত্ব ৩.১৬২৩ এবং ডানদিকের ভাগের পয়েন্টগুলো সর্বনিম্ন দূরত্ব ৩ । তাহলে বর্তমান সর্বনিম্ন দূরত্ব minDist = ৩ । কিন্তু সর্বনিম্ন দূরত্ব দেখাই যাচ্ছে C এবং E এর মদ্ধে । C হল ডিভাইড লাইনের বামে এবং E হল ডিভাইড লাইনের ডানে । আমাদের চ্যালেঞ্জ হল এমন দুটি পয়েন্ট আছে কিনা চেক করা যার একটি বামে ও অন্যটি ডানে অবস্থিত এবং যাদের দূরত্ব বর্তমান minDist থেকে কম ।

লক্ষ্য করো, যদি এমন দুটি পয়েন্ট থাকে তাহলে নিশ্চয়ই সেগুলো ডিভাইড লাইন থেকে এক্স-অক্ষ বরাবর minDist দূরত্বের মধ্যে থাকবে । তাহলে যেটা করতে হবে তা হল ডিভাইড লাইনের দুপাশে বর্তমান minDist দূরত্বের মধ্যে থাকা পয়েন্টগুলোকে বিবেচনা করতে হবে । তারপর সেই পয়েন্টগুলোর মধ্যে সর্বনিম্ন দূরত্ব বের করতে হবে । কিভাবে করবো ? প্রতিটির সাথে প্রতিটির দূরত্ব বের করে দেখবো ? না । পয়েন্টগুলো কে ওয়াই-স্থানাঙ্কের সাপেক্ষে সর্ট করবো । এক্স-অক্ষ বরাবর ডিভাইড লাইনের minDist দূরত্বের মধ্যে থাকা পয়েন্টগুলোকে ওয়াই-স্থানাঙ্কের সাপেক্ষে সর্ট করলে হবে নিচের মত ।

ওয়াই-স্থানাঙ্কের সাপেক্ষে সর্ট করার ফলে আমাদের প্রতিটির সাথে প্রতিটির চেক করার প্রয়োজন নেই । লক্ষ্য করো এখন প্রতিটি পয়েন্টের জন্য লম্বভাবে বর্তমান minDist এর চেয়ে কম দূরত্বের মধ্যে থাকা পয়েন্টগুলোর সাথে তুলনা করে দেখতে হবে দূরত্ব কমানো যায় কিনা ? কারণ কি ? কারণ হল লম্বদূরত্ব যদি বর্তমান minDist এর সমান বা বড় হয় তাহলে ইউক্লিডিয়ান দূরত্ব বর্তমান minDist থেকে ছোট হওয়ার প্রশ্নই আসে না । ঠিক তো ? তাহলে চলো একটু টেস্ট করে দেখি ।

বর্তমান minDist = ৩

১ নম্বর পয়েন্টের জন্য –

২ নম্বর পয়েন্টের সাথে লম্বদূরত্ব ৩ যা minDist এর সমান

তাই পরের পয়েন্টগুলোর সাথে তুলনা করার প্রয়োজন নেই, কারণ পরের পয়েন্টগুলো অবশ্যই উপরে

হবে ।

২ নম্বর পয়েন্টের জন্য –

৩ নম্বর পয়েন্টের সাথে লম্বদূরত্ব ১ যা minDist থেকে ছোট, তাই ২ ও ৩ এর দূরত্ব = ২.২৩৬১ < ৩ ।

তাই বর্তমান minDist = ২.২৩৬১

৪ নম্বর পয়েন্টের সাথে লম্বদূরত্ব ৩ যা ২.২৩৬১ থেকে বড় । তাই পরের পয়েন্টগুলোর সাথে তুলনা করার প্রয়োজন নেই

৩ নম্বর পয়েন্টের জন্য – ৪ নম্বর পয়েন্টের সাথে লম্বদূরত্ব ২ যা minDist থেকে ছোট, তাই ৩ ও ৪ এর দূরত্ব = ৩.৬০৫ > ২.২৩৬১

তাই বর্তমান minDist অপরিবর্তিত থাকবে = ২.২৩৬১

এবার কোড করি চলো –

#include <iostream>
#include <algorithm>
#include <vector>
#include <stdio.h>
#include <math.h>
#include <float.h>

using namespace std;

#define EPS 1e-9
#define SQR(x) ((x)*(x))
#define INF 99999999

typedef struct {
      double x, y;
} Point;

int N;                      // Number of Points given
Point pnts[10001];
Point minA, minB;           // two points of closest pair
double minDist;             // Distance of closest pair

bool compX(Point a, Point b)
{
  return (a.x < b.x);
}

bool compY(Point a, Point b)
{
  return (a.y < b.y);
}

void checkPair(Point a, Point b)
{
  double d = SQR(b.x-a.x)+SQR(b.y-a.y);
  if(d < minDist) {
    minDist = d;
    minA = a; minB = b;
  }
}

// A recursive function to find the smallest distance. The array P contains
// all points sorted according to x coordinate
void divideAndConquer(Point p[], int n)
{
      int i, j, cnt;
      vector<Point> strip;
      if(n == 2) checkPair(p[1], p[2]);         /* base cases */
      if(n <= 2) return;
      int mid = n / 2;

      divideAndConquer(p, mid);
      divideAndConquer(p + mid, n - mid);

      /// Build an vector strip that contains points close (closer than min)
      /// to the line passing through the middle point
      for(i = 1; i <= n; i++)
           if(SQR(p[i].x - p[mid].x) < minDist) strip.push_back(p[i]);

      sort(strip.begin(), strip.end(), compY);                    // Sorting by y-coordinate

      // Find the closest points in strip.
      for(i = 0; i < strip.size(); i++) {
           if(SQR(strip[i].x - p[mid].x) >= minDist) break;
           for(j = i+1; j < strip.size(); j++) {
                 if(SQR(strip[i].y - strip[j].y) >= minDist) break;
                 checkPair(strip[i], strip[j]);
             }
        }
}

// Make sure points are stored in array from index 1
double closestPair(Point p[], int n)
{
      minDist = DBL_MAX;
      sort(p + 1, p + 1 + n, compX);
      divideAndConquer(p, n);
}

void showPnts()
{
      for(int i = 1; i <= N; i++) {
           printf("%lf %lf\n", pnts[i].x, pnts[i].y);
        }
}

int main()
{
      //freopen("input.txt", "r", stdin);
      //freopen("output.txt", "w", stdout);
      int i, j;
      while(scanf("%d", &N) == 1) {
           for(i = 1; i <= N; i++)
                 scanf("%lf %lf", &pnts[i].x, &pnts[i].y);
           closestPair(pnts, N);
           printf("Closest Points are (%.4lf, %.4lf) and (%.4lf, %.4lf)\n", minA.x, minA.y, minB.x, minB.y);
           printf("Closest Distance is: %.4lf\n", sqrt(minDist));
        }
      return 0;
}
/**
 INPUT
 13
 1 1
 1 5
 2 3
 3 1
 3 4
 3 7
 4 9
 5 7
 6 5
 9 3
 9 8
 10 1
 12 3
 OUTPUT
 Closest Points are (2.0000, 3.0000) and (3.0000, 4.0000)
 Closest Distance is: 1.4142
 INPUT
 8
 3 1
 0 2
 0 9
 2 5
 4 4
 5 7
 7 4
 7 1
 OUTPUT
 Closest Points are (2.0000, 5.0000) and (4.0000, 4.0000)
 Closest Distance is: 2.2361

এবার অন্য একটি এলগরিদম বা মেথড দিয়ে Closest Pair বের করার চেষ্টা করবো । এই মেথডের নাম হল Sweep Line মেথড । এই মেথড অনুসারে একটি উলম্ব কাল্পনিক লাইন পয়েন্টগুলোর বাম থেকে ডানে যাবে এবং সবগুলো পয়েন্টকে প্রসেস করবে, সেই সাথে আমাদের সবচেয়ে নিকটবর্তী পয়েন্টজোড় পেয়ে যাব । উলম্ব কাল্পনিক লাইনের বামে থাকা পয়েন্টগুলোর মধ্যে নিকটবর্তী পয়েন্টজোড় আমদের বের করে ফেলতে হবে । ও আচ্ছা, বাইনারি সার্চ ট্রি কি তা জানে আছে তো ? যদিও বাইনারি সার্চ ট্রি এখানে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন নেয় তারপরও ভুলে গেলে আবার দেখে নাও, না জানা থাকলে জেনে নাও । আমরা STL এর সেট দিয়েই কাজ সেরে ফেলতে পারবো । এখন চলো ধাপে ধাপে কিছু পয়েন্ট নিয়ে এলগরিদমটি বুঝার চেষ্টা করি ।

পূর্বের মতো প্রথমেই পয়েন্টগুলো এদের এক্স-স্থানাঙ্কের সাপেক্ষে সর্ট করতে হবে । ধরে নেই, কিছু পয়েন্ট সর্ট করার পর নিচের মতো হল ঃ

প্রথমে সুইপ লাইন (উলম্ব কাল্পনিক লাইন) থাকবে পয়েন্টগুলোর বামদিকে । যখনই সুইপ লাইন কোনও পয়েন্টের উপর পরবে তখনই কিছু নির্দিষ্ট কাজ করতে হবে যেগুলোর মাধ্যমে সুইপ লাইনের বামে থাকা পয়েন্টগুলোর মধ্যে সর্বনিম্ন দূরত্ব আমরা পেয়ে যাব । তাহলে উপরের পয়েন্টগুলো কি অর্ডারে প্রসেস হবে ? সর্ট করে যে অর্ডার পেয়েছি সেই অর্ডারেই হবে । এক কথায় বলা যায় এখন আর উলম্ব কাল্পনিক লাইন কল্পনা না করলেও হবে । তারপরও দেখি সুইপ লাইন কিভাবে বাম থেকে ডানে যাচ্ছে –

এখন দেখি, প্রতিটি পয়েন্টের জন্য আমাদের কি কি কাজ করতে হবে ? তার আগে বলে নেই আমাদের লাগবে একটি সেট (candidates) যেখানে পয়েন্টগুলো ওআই-স্থানাকের সাপেক্ষে সর্টেড অবস্থায় থাকবে । আর বর্তমান সর্বনিম্ন দূরত্ব ধরে নাও d । প্রতিটি পয়েন্টের (ধরি এখন p পয়েন্টে আছি) জন্য যা করতে হবে তাহলো –

১। candidates সেট থেকে p এর বামে d এর বেশি দূরত্বের পয়েন্টগুলোকে বাদ দিতে হবে ।

২। তাহলে candidates সেটে থাকবে p এর বামে d দূরত্বের মধ্যে থাকা পয়েন্টগুলো । এই পয়েন্টগুলোর মধ্যে p এর থেকে সবচেয়ে কাছের পয়েন্ট খুঁজে বের করতে হবে । যদি p ও সেই পয়েন্টের দূরত্ব বর্তমান সর্বনিম্ন দূরত্ব (d) থেকে কম হয় তাহলে d এর মান আপডেট করতে হবে ।

৩। সবশেষে যে পয়েন্টকে প্রসেস করলাম সেটিকে candidates সেটে ইনসার্ট করতে হবে ।

১ ও ৩ নং তো সহজ কাজ । কিন্তু ২ নং কিভাবে করা যায় ? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে p এর বামে d দূরত্বের মধ্যে থাকা সবগুলো পয়েন্টের সাথে তুলনা করলে তো এটা নাইভ এলগরিদমই হয়ে গেল । p পয়েন্ট থেকে উপরের দিকে ও নিচের দিকে d দূরত্বের বাইরে থাকা পয়েন্টগুলো বিবেচনা করার কি কোনও প্রয়োজন আছে ? না । p এর বামে ও উপরে-নিচে d দূরত্বের পয়েন্টগুলো বিবেচনা করলেই যথেষ্ট ।

তাহলে d * 2d সাইজের একটি আয়তক্ষেত্র তৈরি হল । এখন মজার বিষয় হল আমরা নিশ্চিত করে বলতে পারি এই আয়তক্ষেত্রের মধ্যে সর্বচ্চো ৬ টি পয়েন্ট থাকবে । এই মধ্যে p নিজে একটি । তাই বাকি সর্বচ্চো ৫ টি পয়েন্টের সাথে দূরত্ব বের করে দেখতে হবে । যদি ৬ টির বেশি পয়েন্ট থাকতো তাহলে তাদের যেকোনো দুইটির দূরত্ব বর্তমান দূরত্ব d থেকে কম হতো (কেন কম হবে পরে বলছি, আপাতত ধরে নেই) এবং আরও ছোট একটা আয়তক্ষেত্র পেতাম কারণ আমরা বামদিক থেকে পয়েন্টগুলো প্রসেস করে আসছি ।

৬ টির বেশি পয়েন্ট থাকলে কেন তাদের যেকোনো দুইটির দূরত্ব বর্তমান দূরত্ব d থেকে কম হতো, বুঝতে হলে নিচের চিত্রটি ভালভাবে লক্ষ্য করতে হবে ।

অনেকে হয়তোবা উপরের চিত্রটি দেখেই বুঝে গেছ... ৬ টির বেশি পয়েন্ট থাকলে তাদের যেকোনো দুইটির দূরত্ব বর্তমান দূরত্ব d থেকে কম হবে । উপরের চিত্রে যেকোনো একটি অংশে একটি পয়েন্ট আছে ধরে নিলে দেখা যাবে অন্য অন্য অনেক অংশে পয়েন্ট থাকতে পারবে না । যেমন A অংশে যদি একটি পয়েন্ট থাকে তাহলে উপরের ভাগে (অর্থাৎ A, B, C, D, I, J অংশে) কোনও পয়েন্ট থাকতে পারবে না । আবার যেমন I অংশে কোনও পয়েন্ট থাকলে 2 ও 6 নং পয়েন্ট থাকতে পারবে না । এভাবে দেখানো যাবে d*2d সাইজের একটি আয়তক্ষেত্রে ৬টির বেশি পয়েন্ট থাকলে যেকোনো দুইটির দূরত্ব d থেকে কম হবে ।

এবার কোড কেমন জটিল হবে দেখা যাক :

#include <iostream>
#include <algorithm>
#include <vector>
#include <stdio.h>
#include <math.h>
#include <float.h>
#include <set>

using namespace std;

#define EPS 1e-9
#define SQR(x) ((x)*(x))
#define INF 99999999

typedef struct {
  double x, y;
} Point;

int N;           // Number of Points given
Point pnts[10001];
Point minA, minB;      // two points of closest pair
double minDist;       // Distance of closest pair

bool compX(Point a, Point b)
{
  if(fabs(a.x - b.x) < EPS) return a.y < b.y;
  return a.x < b.x;
}
class SetComparator {
public:
  bool operator() (const Point a, const Point b)
  {
    if(fabs(a.y - b.y) < EPS) return a.x < b.x;
    return a.y < b.y;
  }
};

void showPnts()
{
  for(int i = 1; i <= N; i++) {
    printf("%lf %lf\n", pnts[i].x, pnts[i].y);
  }
}

void sweepLine()
{
  int leftMostIndex = 1;               // Left Most Point Index which is within 'minDist'
  set<Point, SetComparator> candidates;
  set<Point, SetComparator>::iterator lowerBound;
  set<Point, SetComparator>::iterator it;

  for(int i = 1; i <= N; i++) {
    Point current = pnts[i];
    while(current.x - pnts[leftMostIndex].x > minDist) {
      candidates.erase(pnts[leftMostIndex]);
      leftMostIndex++;
    }

    Point lowerLimit;
    lowerLimit.x = current.x;
    lowerLimit.y = current.y - minDist;
    lowerBound = candidates.lower_bound(lowerLimit);

    for( it = lowerBound; it->y <= pnts[i].y + minDist && it != candidates.end(); it++ ) {
      double dist = sqrt(SQR(pnts[i].x - it->x) + SQR(pnts[i].y - it->y));
      if(dist < minDist) {
        minDist = dist;

        minA = pnts[i];
        minB = *it;
      }
      minDist = min(minDist, SQR(pnts[i].x - it->x) + SQR(pnts[i].y - it->y));
    }
    candidates.insert(pnts[i]);
  }
}

double closestPair(Point p[], int n)
{
  minDist = DBL_MAX;
  sort(p + 1, p + 1 + n, compX);
  sweepLine();
}
int main()
{
  //freopen("input.txt", "r", stdin);
  //freopen("output.txt", "w", stdout);

  int i, j;
  while(scanf("%d", &N) == 1) {
    if(N == 0) break;
    for(i = 1; i <= N; i++)
      scanf("%lf %lf", &pnts[i].x, &pnts[i].y);
    closestPair(pnts, N);

    if(minDist - 10000.0 > EPS) printf("INFINITY\n");
    else {
      printf("Closest Distance is: %.4lf\n", minDist);
      printf("Closest Points are (%.4lf, %.4lf) and (%.4lf, %.4lf)\n", minA.x, minA.y, minB.x, minB.y);
    }
  }
  return 0;
}
/**
 INPUT
 13
 1 1
 1 5
 2 3
 3 1
 3 4
 3 7
 4 9
 5 7
 6 5
 9 3
 9 8
 10 1
 12 3
 OUTPUT
 Closest Points are (2.0000, 3.0000) and (3.0000, 4.0000)
 Closest Distance is: 1.4142

 INPUT
 8
 3 1
 0 2
 0 9
 2 5
 4 4
 5 7
 7 4
 7 1
 OUTPUT
 Closest Points are (4.0000, 4.0000) and (2.0000, 5.0000)
 Closest Distance is: 2.2361
 **/
Blog Comments powered by Disqus.

Next Post Previous Post